একটা কিশোর ছেলে-
ভালোবাসে তার বোনের আদর
দিন কাটে হেসে খেলে।
নেই'ক কথা হাজার দিনেও দুজন থাকে চুপ
যে যার মনে আপন ভুবন চড়িয়ে বেড়ায় খুব।
বোনটি ছিল মিষ্টি ভীষণ থাকত অনেক দূর
কিশোর ছেলে বুঝলো যখন বাজল বেদন সুর।
অনেক দিনের ছুটির শেষে বোনটি বিদায় হলে
ভাইটি তখন অশ্রু ফেলে দৃষ্টি হারায় নীলে।
লাগছে নাকি ভীষণ একা শূন্য লাগে ঘর
বোনটি জেনে কষ্টে কাঁদে বুক করে ধড়ফড়।
সত্যিকারে প্রেম তো দেখি হঠাৎ তোলে দাবি
ভাইটি কেবল জানতে চাহে "আপুই কবে আবি"?
No comments:
Post a Comment