কবি হতে চাই মানুষের তরে
পাখ পাখালির জন্য
কবি হতে চাই বিশ্ব পৃথিবীর
জাতিতেও যারা অন্য।
কবি হতে চাই পশু পাখিদের
বন্য অবোধ যারা
কবি হতে চাই পুষ্পের ঘ্রাণে
করতে পাগলপারা।
কবি হতে চাই গাছ ও মাটির
ফসলের করে গান
কবি হতে চাই কৃষকের তরে
করে যারা অনুদান।
কবি হতে চাই নারী পুরুষের
বাচালেন যারা ধরা
কবি হতে চাই নির্যাতিতের
লুন্ঠিত হন যারা।
কবি হতে চাই নীল গগণের
উদারতা দেখি যার
কবি হতে চাই শ্রমিক মজুর
অতি যারা কদাকার।
কবি হতে চাই শিশুদের লাগি
নিষ্পাপ যারা বড়
কবি হতে চাই কুঁজো হয়ে যারা
পড়ে থাকে জড়সড়।
কবি হতে চাই কালো মানুষের
ব্যথায় আহত যারা
কবি হতে চাই বর্ণ বিভেদ
মুছলেন যারা ধরা।
কবি হতে চাই আহত যারা
নীল বেদনার তলে
কবি হতে চাই গড়েছে যারা
সাগর অশ্রু জলে।
কবি হতে চাই দেশকে যারা
জীবন করেছে দান
কবি হতে চাই লজ্জায় যারা
শেষ করে অভিমান।
কবি হতে চাই প্রাণপণে যারা
জীবন যুদ্ধ করে
কবি হতে চাই ক্ষুধার যুদ্ধে
আগুনে যাহারা মরে।
কবি হতে চাই উগ্রতাকে
করেনি যাহার ভয়
কবি হতে চাই পাষাণ ভেদে
আনলেন যারা জয়।
কবি হতে চাই সত্য বলে
দিয়ে গেল যারা প্রাণ
কবি হতে চাই শোক সয়ে যারা
হয়েছে মূহ্যমান।
অনেক সুন্দর
ReplyDelete