Saturday, December 29, 2012

দুরন্ত দিনের কথা

একে একে হারিয়ে গেল জীবন থেকে সব
হারিয়ে গেল শিশুকালের রঙিন কলরব।
কিশোর কালের স্বপ্নগুলো পড়লো চাপা কালে
মাতাল জীবন নাটায় ঘুড়ি বাস্তবতার জালে।
বাবার মত আদর মাখা শাষণ ছাড়া আজ
হতাশ জীবন বাঁধন হারা মিথ্যে সকল কাজ।
মায়ের হাতে খাবার খাওয়া স্নেহমাখা গালি
আর পাব কি ফুলবাগানের যত্ন করা মালি?
পড়ার ফাঁকে সুযোগ বুঝে পালিয়ে যাওয়া মাঠ
আজকে কেমন ধূ ধূ করে দুরন্ত সেই পাঠ।
পাঠশালাতে আড্ডা দেওয়া বন্ধু সবাই কৈ?
মন কাঁদে আজ ব্যাকুল হয়ে করবে সে হৈ চৈ।
গোল্লাছুট আর লাটিম খেলা কেমন মনে পড়ে
সন্ধ্যা ঘনার একটু আগে মন টিকে না ঘরে।
বর্ষা এলে নদীর জলে দিন রাত্রি ভাসা
ফিরিয়ে পেতে মনের কোণে নিত্য জাগে আসা।
শীতের রাতে খেজুর রসে দাদার তাড়ায় স্নান
আহা! এমন রাতকে পেতে মন করে আনচান।
সাপকে তাড়া পিছন ছুটে গর্তে ফেলা মাটি
আজকে ভাবায় কেমন ছিলাম দুষ্টমিতে খাঁটি।
বিলের জলে শাপলা তোলা জোকের সাথে আড়ি
কেমন করে কাপড় শুকে লুকিয়ে ফেরা বাড়ি!
ঝড়ের রাতে আম কুড়ানো সবার জাগার আগে
ভীষণ রোদে গা পোড়ালেও ক্ষেপত মায়ে রাগে।
বোনের আদর যেমন ছিল বাবায় দিলে তাড়া
সবার চোখে ফাঁকি দিয়ে বলতো বাবু দাড়া।
আজকে আমি অনেক একা নেই'ক তাদের কেউ
বন্ধু বলেও যারা ছিল হারিয়ে গেল সেও।

No comments:

Post a Comment