Monday, December 17, 2012

শুভকামনা...

সুখে থাক তারা, দম্পতি যারা-
অনাগত আরো যত
নতুন জীবন, নতুন ভুবন
রয়ে যাক অক্ষত।

ভরুক জীবন কোণায় কোণায়
কচি কাচা কেউ এসে
কাটুক সময় আনন্দময়

মধুময় ভালোবেসে।

শুভ এই ক্ষণ, আকুপাকু মন
চিরদিন যেন থাকে
ছোট খাট ভুল, বেদনার মূল
নাহি যেন কভু আসে।

দূরত্ব যেন কভু নাহি আসে-
সামান্য কোন ভুল
সুখে থাক তারা, দম্পতি যারা
উহাদের দুই কূল।

No comments:

Post a Comment