Friday, December 14, 2012

যেমন আমি...

তুমি নির্মম বলে- মোম হতে পারি
গলতেও পারি তাপে
কর্কশ কিছু শুনে তাই আমি
মুখ বুঝে থাকি চাপে।
হতাশা আমাকে গ্রাস করেনা'ক
সামনের পথ চলা
দুঃখ এলে গোপনে রাখি-
না যায় যদি বলা।
ভাগ্যকে আমি মেনেই নিয়েছি
কটাক্ষ করিনা তাকে
স্বাগতম বলি যা কিছু সত্য-
মানতেই হবে যাকে।
সাহসের সাথে হাসি মুখে থাকি
নির্ভয়ে বলি সব
আমি তো জানি রক্ষক যিনি-
মঙ্গলকামী রব।
ভাবিনা'ক অত অনাগত যা
গোপনে রয়েছে রাখা
শত্রুকে তাই জরিয়ে ধরি
পথে হলে কভু দেখা।
হাত পেতে কভু ফেরত চাইনে
অতীতের প্রতিদান
অনাহারী হলে অনাহারে থাকি
করিনা'ক অভিমান।

No comments:

Post a Comment