ভালোবাসা মানে হৃদয়ের মাঝে স্বপ্ন বিছানো কিনা?
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
কভু না করা ঘৃণা।
ভালোবাসা মানে অহিংস পৃথিবী উপহার মন থেকে
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বর দেওয়া কাছে ডেকে।
ভালোবাসা মানে সুখ দিয়ে করা কষ্টের বিনিময়
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
হেরে বলা তোর জয়।
ভালোবাসা মানে নিজের খাবার অন্যকে তুলে দেওয়া
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বিনিময় কভু না চাওয়া।
ভালোবাসা মানে অশ্রু লুকিয়ে ফুটানো মিষ্টি হাসি
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
মরণেও পাশাপাশি।
ভালোবাসা মানে হিসাবের খাতা পূর্ণ করে রাখা
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
ফিরে না কভুও দেখা।
No comments:
Post a Comment