তুই বল কেন জল ঝড়ে আজ চোখে
আজ তো তোর সুখের সময়- নিমগ্ন কেন শোকে?
মুক্তি চেয়েছ, ভালো যেন থাকো- একেলা আমায় ছাড়া
আজ কে তবে অশ্রু কেন, কাঁদছ আত্নহারা?
সুখে থাক তুই- সারাটি জীবন, যেমনটি আমি চাই
তাই তো কভুও কষ্টের কথা মুখ ফুটে বলি নাই।
কাটুক সকাল স্নিগ্ধতা ভরে, নির্মল হোক মন
সুখে থাক তুই- অনেক সুখে; চিরকাল আজীবন।
খোলা জানালার অঢেল আলো আসুক প্রতিটা দিন
জ্যোৎস্না মাখা রাত্রি আসুক- বিভোর স্বপ্ন রঙিন।
পুষ্পের কুঁড়ি শোভা পায় যেন তোদের সংসারে
আনন্দ হাসি ভরিয়ে তুলুক সোনামাখা তোর ঘরে।
আমিও আছি মুক্ত মানুষ মুক্ত জীবন নিয়ে
ভালোবাসা মুছে হাসতে পারিনি, করতে পারিনি বিয়ে।
একেলা ঘরে ঘুম না এলে চাঁদ কে বলি সব
জ্যোৎস্নার জলে কষ্ট মুছি স্বপ্নের কলরব।
No comments:
Post a Comment