Sunday, December 2, 2012

মিথ্যে আকাশ ছুঁই

ভালোবাসিস বলেই কেবল
ভালো না বাসার ছল
মিথ্যে করে বলিস তোরা
মিথ্যে করেই বল।

এখান সেখান আসবি যাবি
পড়লে মনে টান
আসিস তখন ফিরিয়ে দিব
বন্ধী খাঁচার প্রাণ।

চোখের তাঁরায় আমার ছায়া
আড়াল করে রাখা
মুখের কথায় মনের কথা
কেমনে পড়ে ঢাকা।

বলছি না তোর প্রেম পদ্ম
আমার কাছেই দিস।
যখন তখন চাইলে মনে
আবার ফিরে নিস।

চায় যদি মন আবার তবে
ফিরতি বিকেল বেলা
খেলতে আসিস আমার সনে
সাঙ্গ হলে খেলা।

আবার তোরে আকাশ দিব
আবার দিব মন
জানিস না তুই আমার কাছে
কতই প্রিয় জন।

একটা গোলাপ ছিলোই রাখা
করলি বাসি তুই
একটা মনের আকুলতায়
মিথ্যে আকাশ ছুঁই।


No comments:

Post a Comment