Thursday, November 29, 2012

প্রিয় রং লাল

রক্তকে ভয় পাই বটে-
কিন্তু প্রিয় রং লাল।
একদিন আমি লাল পরী দেখেছিলাম বলে।

আকাশের রং অনেক দেখেছি
বলতে পারিনি-
আমি আকাশীকে ভালোবাসি।
গোলাপ দেখেছি বহুবার
কিন্তু গোলাপীকেও না।
ভরা অমাবস্যা- কালো কেশ,
তবু বলতে পারিনি কালো।
ধবধবে সাদা, কলঙ্কহীন
সেও তো লাগেনি ভাল।

আমি ভালোবাসি লাল।
অজস্র দিন খুঁজে-
আজকে পেয়েছি যা
নতুনকে বলবনা আর কোন কাল।

No comments:

Post a Comment