কবিতা কাউকে ভয় করে না...মানে না সরফরাজ।
মৃত্যুকে কেন ভয়?
নির্ভয়ে চল, দুর্বার তুমি, মৃত্যুকে কর জয়।
কবিতা সদা সত্য বলে, ভীতু কেন তবে কবি?
ভয় পেয়না, আমি তো জানি, বাংলাতে তুমি রবি।
অক্ষত তুমি, বিপ্লবী তুমি, তুমি তো চিরঞ্জীব
এগিয়ে চল, কবি ও কবিতা- এগিয়ে চল শিব।
বি দ্রঃ কবিতাটি কবি নির্মলেন্দু গুণের ফেসবুকে দেওয়া একটি পোষ্টের সাপেক্ষে লেখা।
পোষ্টটি নিম্নে দেওয়া হল-
বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি
“কখন যে কীভাবে আল্লাহর গজব নেমে আসে,
মানুষ জানে না। মানুষ তো হলো সেই প্রাণী,
ইতিহাস থেকে কভু শিক্ষা গ্রহণ করে না যে।
.. .. .. .. ..
হে বাংলাদেশিগণ, রাষ্ট্রশক্তি নিয়ে করিও না খেলা,
অন্তরে-বাহিরে সত্য, শুদ্ধ হয়ে ওঠো এই বেলা।
মনে রাখবা, গজব হচ্ছে একটা চলমান প্রক্রিয়া।”
───────────────── নির্মলেন্দু গুণ।
Like · · Share · 6 hours ago ·
Fatiha Haque, Akhtaruzzaman Azad, Abul Kasem Adil and 27 others like this.
Osman Mahmud দাদা গুন, (যদিও তোমার কোন গুণ দেখিনি) তোমারে বধিতে তোমারই অস্ত্র হইয়াছে আজ খাড়া।
6 hours ago via mobile · Like
Abdul Haque ওসমান সাহেব, কী বলতে চাইছেন বুঝলাম না!
5 hours ago via mobile · Like
Shabbir Ahmed Foyez Tik শিক্ষা গ্রহণ করে না
4 hours ago · Like
Nirmalendu Goon আবদুল হক, তোমার মতো আমিও ঠিক বুঝতে পারলাম না, কী বলতে চাইছেন ঐ ওসমান সাহেব। উনি কি আমাকে থ্রেট করছেন? একটু ভয় ভয করছে বটে।
ওসমা্ন সাহেব আবদুল হক বা আমার প্রশ্নের কোনো উত্তর দেননি। উনার নীরবতা নিষ্ঠুরতার বার্তাবহ নয় তো? আমি এখন কী করবো? আপনারা কি ওসমান সাহেবকে চিনেন? উনি কেমন লোক? দাদা গুণ বলছে, আবার বলছেন, আমার কোনো গুণই নাকি উনি দেখেন নাই। তারপর বলতেছেন, তোমারে বধিতে... তোমারই অস্ত্র হইয়াছে আজ খাড়া। এর মানে কী? আমারে বধিতে.... মানে? তার মানে কি উনিই খাড়া হইছেন আমারে বধিতে?
উনার বাড়ি দেখছি চট্টগ্রামে। আমি আর চট্টগ্রামে যাবো না ভাই। আমার কি র্যাব বা পুলিশকে এই ব্যাপারটা জানানো উচিত? আপনাদের অভিমত জানতে চাইছি। আমাকে নির্ভয় হতে সাহায্য করুন।
খুব খুব খুবই সুন্দর কবিতা, কবিতাগুলো পরে হৃদয়ে সারা জাগে..................
ReplyDelete