Thursday, November 29, 2012

প্রিয় রং লাল

রক্তকে ভয় পাই বটে-
কিন্তু প্রিয় রং লাল।
একদিন আমি লাল পরী দেখেছিলাম বলে।

আকাশের রং অনেক দেখেছি
বলতে পারিনি-
আমি আকাশীকে ভালোবাসি।
গোলাপ দেখেছি বহুবার
কিন্তু গোলাপীকেও না।
ভরা অমাবস্যা- কালো কেশ,
তবু বলতে পারিনি কালো।
ধবধবে সাদা, কলঙ্কহীন
সেও তো লাগেনি ভাল।

আমি ভালোবাসি লাল।
অজস্র দিন খুঁজে-
আজকে পেয়েছি যা
নতুনকে বলবনা আর কোন কাল।

Sunday, November 25, 2012

উত্তরণ

তুই থাক বেশি ভালো-
আমাকে সাজাবার প্রয়োজন নেই; অত বেশি জমকালো।
তোদের পৃথিবী আলোয় ভরুক; আঁধারের খুঁটিনাটি।
তসলিম করি তোকে আর আমি- তোদের ঐ পরিপাটি।

প্রয়োজন নেই; থাক্‌না পরে কাদামাখা তসবির।
পারবনা আমি ঘুচাতে আমার লিখে নেওয়া তকদির।
প্রয়োজন নেই- শেষ বেলা এসে তোদের মিথ্যে আশা-
তুই ত জানিস আমিও জানি- অভিনয়-ভালোবাসা।
তস্কর বলে লস্কর দিয়ে আর কত দিবি ঘাঁ
কত ছুটি আর- ছুটিতে পারিনা। অচল আমার পা।

Saturday, November 24, 2012

রাগিস না তুই

শিশির ঝড়া শীতের সকাল
হঠাৎ কোন ভোরে
রাগিস না তুই তখন আমি
একটু ছুঁলে তোরে ।

মন যদি চায় কপাল ছুঁব
চোখটি ছুঁব তোর
হাতের সাথে হাত মিলিয়ে
খুলব মনের দোর।

দেখব তোমার স্বর্গ কোথায়
কোন সে নেশায় ঢাকা
আনব টেনে বাহুই বেঁধে
থাকুক যেথায় রাখা।

ভাংব আগল, পাগল করে
বাঁধব মায়ায় তবে
বাধব তবে সোনার কুঠির
অটল যেন রবে।।

Wednesday, November 21, 2012

স্বর্গ

যে শিশু ভুলকরে পৃথিবীতে এসে
আঁকড়ে ধরেছিল মাটি।
কেঁদেছিল বহুবার অবুঝ মনে
সান্তনা দিয়েছিলো মা
মায়ার বাঁধনে বেঁধে বলেছিল

খোকা আমি তোমাকে স্বর্গ দিব।
আজ মা নেই... মায়া আছে
খোকা আরেকটা স্বর্গ পেয়েছে
তাই প্রয়োজন নেই মা।

খোকা ভুলে গেছে সব
ভুলে গেছে শীতের রাতে 
আদ্রতা জড়ানো কাঁথা।
মায়ের বুকের উষ্ণতার স্বাদ।
ভুলবেনা কেন?
আজ সে অভাব পূরণ করেছে
মায়াবী নারী। স্বর্গ পেয়েছে নতুন স্বাদের।
বহু আগের পুরানো স্বর্গ
বর্ণে মরিচা ধরা
নতুন স্বর্গ প্রয়োজন নেই কেন?
তাই ভুল করে গেছে ফেলে
বহু আগেকার নিখাঁদ সোনা।
খোকা জানে না এটা স্বর্গ নয়
এটা পথিকের সরায়খানা।

Monday, November 12, 2012

মুক্তি

বউ কথা কও, ময়না পাখি
কেমনে তোরে খাঁচায় রাখি?
দিলাম ছেড়ে যারে উড়ে
অনেক দূরে নীলের তীরে।

মন যদি চায় আবার তবে
আসবি যাবি- যেথায় যবে
দুয়ার খুলে রাখি।
যারে উড়ে অনেক দূরে
বন্দী খাঁচার দুঃখ ছেড়ে
আমার ময়না পাখি।

Sunday, November 11, 2012

তোমাদের জন্য

কেউ যদি কিছু বলে আমি পথে দাঁড়ালে
তাই কভু পথে নয়, থাকি আমি আড়ালে
দিনভর রবি কর- সন্ধ্যার কিছু পর
আলোকের বিদায়ে ছাড়ি তবে নিজ ঘর।
জ্যোৎস্নাকে গায়ে মেখে ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব কথা, যত কথা রুক্ষ।
তাঁরাদের মেলাতে ফুটে উঠা আসমান
দূর হতে সাড়া দেয় ভুলাতে অভিমান।
থাকি আমি হাসি মুখ- কেউ দিলে বর না
কেউ যেন জানেনা'ক চোখে মোর ঝড়না।
আঁখিপাত করিনা'ত- মন দিয়ে দেখি
আঘাতের তাপ দিয়ে চুপে মন সেকি।
তোমাদের পথ যেন থাকে সদা খোলা
তবু যেন খুশি তব মনে দেয় দোলা।।

Friday, November 9, 2012

কবিতা তুমি কখনো কাঁবেনা

কবিতা তুমি কখনো কাঁবেনা
আমি কাঁদিনা
আমার কান্নাকে নিকটিনের নিচে ঘুমিয়ে রাখি
কারণ আমার অধিকার যতটুকু
আমি খুব বেশি অবগত।।

আমিও ভালোবাসতে জানি
যেভাবে বাসতে হয়- তা হয়তো জানি না
অথবা কেউ সেটা অপছন্দ করে।
হয়তো সেটা নিখাঁদ
কেউ সেটা বিচার করে না।
আমি শুধু আমার মত হতে চাই,
কারোর মত হবার আশা নেই-
আমিই আমার প্রকৃত অভিনেতা।।

Thursday, November 8, 2012

ভয় পেয় না মন


জয় পরাজয় আসবে বলে
ভয় পেলে কি চলে
থাকতে হবে সবার সাথে
শক্ত সেনার দলে।

চিত্ত যদি মৃত্যু ডাকে
দৃপ্তে আনে ভয়
জীবন জয়ের যুদ্ধে তোমার
আসবে পরাজয়।

একটা বিজয় মুছবে তোমার
হাজার পরাজয়
ক্ষণিক কালো আঁধার ভালো
নেই'ত কোন ভয়।

ভাবছ মিছেই আঁধার কালো
কষ্ট বারংবার
আঁধার যদি নাই ঘনালো
আলোর কি দরকার?

আসুক যত ঘুর্ণিবায়ু
ভয় পেয় না মন
শক্তি নিয়ে সাহস নিয়ে
যাও পেরিয়ে রণ।



Wednesday, November 7, 2012

শোন হে কিশোর কবি

শোন হে কিশোর কবি,
যৌবন এসে ভর করে আছে-
আমারে করেছে দাবি।
তাই বেঁধেছি খড়-কুটাতেই ঘর
তার উপরে বইছে বিষম ঝড়।
কি যে হবে- বড়ই দ্বন্দ্বে আছি
ভরা বৈশাখ, কেমন করিয়া বাচি?
বাঁধা পড়ে আছে কোথাও আমার মন?
ওরে, তাই বুঝি করি অশ্রু বিসর্জন।
স্বর্গ-নরক, জলে-অজলে যেথায় পাব তারে

ফিরে আনবই কাকুতি করে- আমাদের সংসারে।
ভাবিসনা মন, মুখ কেন তোর কালা?
প্রস্তুত থাকি সদা মনে মনে মিটাতে দুঃখ জ্বালা।

অশ্রু নদী

অশ্রু নদীর দুকূল রইলো পড়ে
মন চাইলে কাঁদিস তুলতে ভরে।

নির্জনে কাঁদ, একলা কাঁদিস মন
কেউ না দেখুক- অশ্রু জলের পণ।

জানলে লোকে ফেলবে শোকে জল
আতশ বাজিও করতে পারে, করতে পারে ছল।

ভাবিস না তুই পড়বি মারা শোকে
মরতে পারিস বদ নসিবে, বললে কিছু লোকে।

দুঃখ বেজায় বন্ধু হবে- বুঝবি যবে সব
আগেই কেঁদে করিসনা মন, মিথ্যে কলরব।

অশ্রু নদীর দুকূল দিলাম ছেড়ে
কাঁদবি কাঁদিস উঠলে খানিক বেড়ে।

জল ফেলে কি পূর্ণ হবে- সকল মনোস্কাম
শক্ত মনে বুঝতে হবে- জলের অনেক দাম।

ভালবাসি তাই

ভালবাসি তাই রেখেছি মুক্ত করে
কেউ না চাইলে রাখব কেমনে ধরে?
তোমার আকাশ- মুক্ত তুমি পাখি
ডানা মেলে উড়ো- আমি তাই চেয়ে থাকি।
বলবনা তুমি বাসা বাঁধ এই বুকে
তোমার সুখেই থাকব আমি সুখে।