Wednesday, November 7, 2012

ভালবাসি তাই

ভালবাসি তাই রেখেছি মুক্ত করে
কেউ না চাইলে রাখব কেমনে ধরে?
তোমার আকাশ- মুক্ত তুমি পাখি
ডানা মেলে উড়ো- আমি তাই চেয়ে থাকি।
বলবনা তুমি বাসা বাঁধ এই বুকে
তোমার সুখেই থাকব আমি সুখে।

No comments:

Post a Comment