শিশির ঝড়া শীতের সকাল
হঠাৎ কোন ভোরে
রাগিস না তুই তখন আমি
একটু ছুঁলে তোরে ।
মন যদি চায় কপাল ছুঁব
চোখটি ছুঁব তোর
হাতের সাথে হাত মিলিয়ে
খুলব মনের দোর।
দেখব তোমার স্বর্গ কোথায়
কোন সে নেশায় ঢাকা
আনব টেনে বাহুই বেঁধে
থাকুক যেথায় রাখা।
ভাংব আগল, পাগল করে
বাঁধব মায়ায় তবে
বাধব তবে সোনার কুঠির
অটল যেন রবে।।
মন যদি চায় কপাল ছুঁব
চোখটি ছুঁব তোর
হাতের সাথে হাত মিলিয়ে
খুলব মনের দোর।
দেখব তোমার স্বর্গ কোথায়
কোন সে নেশায় ঢাকা
আনব টেনে বাহুই বেঁধে
থাকুক যেথায় রাখা।
ভাংব আগল, পাগল করে
বাঁধব মায়ায় তবে
বাধব তবে সোনার কুঠির
অটল যেন রবে।।
No comments:
Post a Comment