Sunday, November 25, 2012

উত্তরণ

তুই থাক বেশি ভালো-
আমাকে সাজাবার প্রয়োজন নেই; অত বেশি জমকালো।
তোদের পৃথিবী আলোয় ভরুক; আঁধারের খুঁটিনাটি।
তসলিম করি তোকে আর আমি- তোদের ঐ পরিপাটি।

প্রয়োজন নেই; থাক্‌না পরে কাদামাখা তসবির।
পারবনা আমি ঘুচাতে আমার লিখে নেওয়া তকদির।
প্রয়োজন নেই- শেষ বেলা এসে তোদের মিথ্যে আশা-
তুই ত জানিস আমিও জানি- অভিনয়-ভালোবাসা।
তস্কর বলে লস্কর দিয়ে আর কত দিবি ঘাঁ
কত ছুটি আর- ছুটিতে পারিনা। অচল আমার পা।

No comments:

Post a Comment