বউ কথা কও, ময়না পাখি
কেমনে তোরে খাঁচায় রাখি?
দিলাম ছেড়ে যারে উড়ে
অনেক দূরে নীলের তীরে।
মন যদি চায় আবার তবে
আসবি যাবি- যেথায় যবে
দুয়ার খুলে রাখি।
যারে উড়ে অনেক দূরে
বন্দী খাঁচার দুঃখ ছেড়ে
আমার ময়না পাখি।
কেমনে তোরে খাঁচায় রাখি?
দিলাম ছেড়ে যারে উড়ে
অনেক দূরে নীলের তীরে।
মন যদি চায় আবার তবে
আসবি যাবি- যেথায় যবে
দুয়ার খুলে রাখি।
যারে উড়ে অনেক দূরে
বন্দী খাঁচার দুঃখ ছেড়ে
আমার ময়না পাখি।
No comments:
Post a Comment