কবিতা তুমি কখনো কাঁবেনা
আমি কাঁদিনা
আমার কান্নাকে নিকটিনের নিচে ঘুমিয়ে রাখি
কারণ আমার অধিকার যতটুকু
আমি খুব বেশি অবগত।।
আমিও ভালোবাসতে জানি
যেভাবে বাসতে হয়- তা হয়তো জানি না
অথবা কেউ সেটা অপছন্দ করে।
হয়তো সেটা নিখাঁদ
আমি কাঁদিনা
আমার কান্নাকে নিকটিনের নিচে ঘুমিয়ে রাখি
কারণ আমার অধিকার যতটুকু
আমি খুব বেশি অবগত।।
আমিও ভালোবাসতে জানি
যেভাবে বাসতে হয়- তা হয়তো জানি না
অথবা কেউ সেটা অপছন্দ করে।
হয়তো সেটা নিখাঁদ
কেউ সেটা বিচার করে না।
আমি শুধু আমার মত হতে চাই,
কারোর মত হবার আশা নেই-
আমিই আমার প্রকৃত অভিনেতা।।
আমি শুধু আমার মত হতে চাই,
কারোর মত হবার আশা নেই-
আমিই আমার প্রকৃত অভিনেতা।।
No comments:
Post a Comment