আঁকড়ে ধরেছিল মাটি।
কেঁদেছিল বহুবার অবুঝ মনে
সান্তনা দিয়েছিলো মা
মায়ার বাঁধনে বেঁধে বলেছিল
খোকা আমি তোমাকে স্বর্গ দিব।
আজ মা নেই... মায়া আছে
খোকা আরেকটা স্বর্গ পেয়েছে
তাই প্রয়োজন নেই মা।
খোকা ভুলে গেছে সব
ভুলে গেছে শীতের রাতে
আদ্রতা জড়ানো কাঁথা।
মায়ের বুকের উষ্ণতার স্বাদ।
ভুলবেনা কেন?
আজ সে অভাব পূরণ করেছে
মায়াবী নারী। স্বর্গ পেয়েছে নতুন স্বাদের।
বহু আগের পুরানো স্বর্গ
বর্ণে মরিচা ধরা
নতুন স্বর্গ প্রয়োজন নেই কেন?
তাই ভুল করে গেছে ফেলে
বহু আগেকার নিখাঁদ সোনা।
খোকা জানে না এটা স্বর্গ নয়
এটা পথিকের সরায়খানা।
আজ মা নেই... মায়া আছে
খোকা আরেকটা স্বর্গ পেয়েছে
তাই প্রয়োজন নেই মা।
খোকা ভুলে গেছে সব
ভুলে গেছে শীতের রাতে
আদ্রতা জড়ানো কাঁথা।
মায়ের বুকের উষ্ণতার স্বাদ।
ভুলবেনা কেন?
আজ সে অভাব পূরণ করেছে
মায়াবী নারী। স্বর্গ পেয়েছে নতুন স্বাদের।
বহু আগের পুরানো স্বর্গ
বর্ণে মরিচা ধরা
নতুন স্বর্গ প্রয়োজন নেই কেন?
তাই ভুল করে গেছে ফেলে
বহু আগেকার নিখাঁদ সোনা।
খোকা জানে না এটা স্বর্গ নয়
এটা পথিকের সরায়খানা।
No comments:
Post a Comment