Wednesday, November 7, 2012

অশ্রু নদী

অশ্রু নদীর দুকূল রইলো পড়ে
মন চাইলে কাঁদিস তুলতে ভরে।

নির্জনে কাঁদ, একলা কাঁদিস মন
কেউ না দেখুক- অশ্রু জলের পণ।

জানলে লোকে ফেলবে শোকে জল
আতশ বাজিও করতে পারে, করতে পারে ছল।

ভাবিস না তুই পড়বি মারা শোকে
মরতে পারিস বদ নসিবে, বললে কিছু লোকে।

দুঃখ বেজায় বন্ধু হবে- বুঝবি যবে সব
আগেই কেঁদে করিসনা মন, মিথ্যে কলরব।

অশ্রু নদীর দুকূল দিলাম ছেড়ে
কাঁদবি কাঁদিস উঠলে খানিক বেড়ে।

জল ফেলে কি পূর্ণ হবে- সকল মনোস্কাম
শক্ত মনে বুঝতে হবে- জলের অনেক দাম।

No comments:

Post a Comment