কেউ যদি কিছু বলে আমি পথে দাঁড়ালে
তাই কভু পথে নয়, থাকি আমি আড়ালে
দিনভর রবি কর- সন্ধ্যার কিছু পর
আলোকের বিদায়ে ছাড়ি তবে নিজ ঘর।
জ্যোৎস্নাকে গায়ে মেখে ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব কথা, যত কথা রুক্ষ।
তাঁরাদের মেলাতে ফুটে উঠা আসমান
দূর হতে সাড়া দেয় ভুলাতে অভিমান।
তাই কভু পথে নয়, থাকি আমি আড়ালে
দিনভর রবি কর- সন্ধ্যার কিছু পর
আলোকের বিদায়ে ছাড়ি তবে নিজ ঘর।
জ্যোৎস্নাকে গায়ে মেখে ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব কথা, যত কথা রুক্ষ।
তাঁরাদের মেলাতে ফুটে উঠা আসমান
দূর হতে সাড়া দেয় ভুলাতে অভিমান।
থাকি আমি হাসি মুখ- কেউ দিলে বর না
কেউ যেন জানেনা'ক চোখে মোর ঝড়না।
আঁখিপাত করিনা'ত- মন দিয়ে দেখি
আঘাতের তাপ দিয়ে চুপে মন সেকি।
তোমাদের পথ যেন থাকে সদা খোলা
তবু যেন খুশি তব মনে দেয় দোলা।।
কেউ যেন জানেনা'ক চোখে মোর ঝড়না।
আঁখিপাত করিনা'ত- মন দিয়ে দেখি
আঘাতের তাপ দিয়ে চুপে মন সেকি।
তোমাদের পথ যেন থাকে সদা খোলা
তবু যেন খুশি তব মনে দেয় দোলা।।
No comments:
Post a Comment