Thursday, November 8, 2012

ভয় পেয় না মন


জয় পরাজয় আসবে বলে
ভয় পেলে কি চলে
থাকতে হবে সবার সাথে
শক্ত সেনার দলে।

চিত্ত যদি মৃত্যু ডাকে
দৃপ্তে আনে ভয়
জীবন জয়ের যুদ্ধে তোমার
আসবে পরাজয়।

একটা বিজয় মুছবে তোমার
হাজার পরাজয়
ক্ষণিক কালো আঁধার ভালো
নেই'ত কোন ভয়।

ভাবছ মিছেই আঁধার কালো
কষ্ট বারংবার
আঁধার যদি নাই ঘনালো
আলোর কি দরকার?

আসুক যত ঘুর্ণিবায়ু
ভয় পেয় না মন
শক্তি নিয়ে সাহস নিয়ে
যাও পেরিয়ে রণ।



No comments:

Post a Comment