Wednesday, November 7, 2012

শোন হে কিশোর কবি

শোন হে কিশোর কবি,
যৌবন এসে ভর করে আছে-
আমারে করেছে দাবি।
তাই বেঁধেছি খড়-কুটাতেই ঘর
তার উপরে বইছে বিষম ঝড়।
কি যে হবে- বড়ই দ্বন্দ্বে আছি
ভরা বৈশাখ, কেমন করিয়া বাচি?
বাঁধা পড়ে আছে কোথাও আমার মন?
ওরে, তাই বুঝি করি অশ্রু বিসর্জন।
স্বর্গ-নরক, জলে-অজলে যেথায় পাব তারে

ফিরে আনবই কাকুতি করে- আমাদের সংসারে।
ভাবিসনা মন, মুখ কেন তোর কালা?
প্রস্তুত থাকি সদা মনে মনে মিটাতে দুঃখ জ্বালা।

No comments:

Post a Comment